
শবে মেরাজের ইবাদত ঘরে পালনের আহ্বান
করোনাভাইরাসের সংক্রামণ রোধে শবে মেরাজের নফল ইবাদত বাসায় করার অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ।
শবে মেরাজের নফল নামাজের জন্য মসজিদে না গিয়ে ঘরে থেকে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইফার পরিচালক আনিসুর রহমান সরকার এক বিজ্ঞপ্তিতে বলেন, পবিত্র শবে মেরাজে বাদ মাগরিব ইমাম শুধু মোনাজাত করবেন। সারা রাতের ইবাদত আমরা সবাইকে বাসায় করার আহ্বান জানাচ্ছি।
এ জন্য প্রতিবছরের মতো বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল স্থগিত করা হয়েছে।
শবে মেরাজের রাতে বিশ্বের অনেক দেশেই মুসলিমরা মসজিদে একত্রিত হয়ে নফল নামাজ আদায় করতে যান।
বাংলাদেশেও প্রায় সব এলাকাতেই শবে মেরাজের নামাজের জন্য রাতে মসজিদে যান মুসল্লিরা।
সেই বিষয়টি মাথায় রেখে সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে মানুষকে ঘরে থেকে নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
নিউজ সোর্স: যুগান্তর