
আন্তর্জাতিক সীমানা আইন লঙ্গনঃ বঙ্গোপসাগর থেকে ২৬ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধপ্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লঙ্গন করে মাছ শিকারের অপরাধে শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
এস আই মো. আহাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। সময় মাছ শিকারের কাজে ব্যবহৃত ‘এফ বি শঙ্খ প্রদীপ’ ও ‘মা মঙ্গল’ নামে দুটি ট্রলারও জব্দ করা হয়। জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায়।
নৌবাহিনীর বরাত দিয়ে এস আই মো. আহাদ বলেন,‘বঙ্গোপসাগরে জলসীমায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়। নৌবাহিনীর মোংলা দীগরাজ ঘাটির চিফ পেটি অফিসার মো. ইমান আলী বাদী হয়ে ভারতীয় জেলেদের বিরুদ্ধে এদিন থানায় মামলা করেন। আন্তর্জাতিক সমুদ্র আইনে এই মামলা হয়েছে।’
আটক জেলেদের রোববার (১৯ জানুয়ারি) সকালে বাগেরহাটের কারাগারে পাঠানো হবে।
Leave a Reply