
মার্কিন সেনারা ইসরায়েলে চিকিৎসাধীন, ট্রাম্পের দাবি মিথ্যা
ইরাকের মার্কিন দুই সেনাঘাঁটিতে ইরানের হামলার ঘটনায় সেনা নিহতের বিষয়টি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তবে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। ইরানের ২২টি ক্ষেপণাস্ত্রের একটিও ঠেকাতে পারেনি যুক্তরাষ্ট্রের রাডার ব্যবস্থা। হামলার পরে ইরান দাবি করে, ঘাঁটি দু’টিতে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে রাডার ব্যবস্থা। নিহত হয়েছেন ৮০জন মার্কিন সৈন্য।
তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত দু’শ ২৪ জন মার্কিন সেনাকে ইরাক থেকে চিকিৎসার জন্য ইসরায়েলের তেল আবিবে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি একটি সূত্র। অন্যদিকে ইরানের দাবি, ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন সেনা নিহত হয়েছে। বুধবার ভোরে ইরানের রেভ্যুলেশনারি গার্ড বাহিনীর কুদস ফোর্স ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ওই বাহিনীর প্রধান কাসেম সোলাইমানিকে মার্কিন হামলায় হত্যার জবাব দিতেই হামলাটি চালানো হয়।
Leave a Reply