
ইরাকে মার্কিন সেনা আস্তানার পাশেই রকেট হামলা
ইরাকের উত্তরের সালাহউদ্দিন প্রদেশের দুজাইল জেলার ফাদলান এলাকায় বালাদ বিমান ঘাঁটির কাছে মার্কিন সেনা আস্তানার পাশেই রকেট হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটেছে। পুলিশের বরাত দিয়ে এমনি তথ্য দিয়েছে হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান
টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রকেট হামলার উৎস জানা যায়নি পুলিশের পক্ষ থেকে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে পুলিশ নিশ্চিত করেছে। ইরাকের রাজধানী বাগদাদ থেকে ৫০ কিলোমিটার দূরে দুজাইল জেলা। বালাদ বিমান ঘাঁটি বাগদাদ থেকে ৮০ কিলোমিটার।
সূত্রে আরও জানানো হয়, ঘটনাটি কখন কোন সময়ে হয়েছে সেটিও কেউ জানেন না। তবে ঘটনাটি মার্কিন সেনাদের টার্গেট করে করা হয়েছে বলে ধারণা করছেন সেখানকার সেনারা। বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
Leave a Reply