
ইরানের সাথে আলোচনায় বসতে আমেরিকার চিঠি
কোনো শর্ত ছাড়াই ইরানের সঙ্গে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। নিরাপত্তা পরিষদে এই চিঠি দিয়েছেন জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্র্যাফট। চিঠিতে উল্লেখ করা হয়, ইরানের জন্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা যাতে হুমকির মুখে না পড়ে এবং উত্তেজনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য আলোচনার জন্য তৈরি আছে যুক্তরাষ্ট্র।
নিজেদের রক্ষার জন্য ইরানি জেনারেল কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়েছে বলেও জাতিসংঘকে জানায় ওয়াশিংটন। বলা হয়, ‘সোলেইমানি হত্যাকাণ্ড সঠিক পদক্ষেপ ছিল।’ প্রসঙ্গত, জাতিসংঘ সনদের ৫১ ধারা অনুসারে, কোনো রাষ্ট্র যদি নিজেদের রক্ষার জন্য পদক্ষেপ নেয় তাহলে সেটি দ্রুত নিরাপত্তা পরিষদকে অবহিত করতে হবে।
Leave a Reply